শিশুর নাম ‘মুহাম্মদ’ রাখলেই ১২৬৫ ডলার পুরস্কার ঘোষণা!

বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ   

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর নামে নবজাতক শিশুর নাম রাখলে প্রতিটি পরিবারকে ১২৬৫ ডলার পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছে চেচনিয়া সরকার। মহানবী মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে ২৯ অক্টোবর জন্ম নেওয়া শিশুর নাম মহানবীর নাম বা তাঁর পরিবার বা ঘনিষ্ঠ সাহাবিদের নামে রাখলে শিশুর পরিবারকে এক লাখ রুবল বা ১২৬৫ ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে চেচনিয়ার আহমদ কাদিরোভ ফাউন্ডেশন। -টিএএসএস, মেডুজাডটআই

প্রতিবছর মহানবী মুহাম্মদ (সা.)-এর জন্মদিন পালন উপলক্ষে এমন অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়। চেচনিয়া সরকারের একটি অফিসিয়াল ওয়েবসাইটে ঘোষণাটি দেওয়া হয়। ঘোষণায় বলা হয়, মুহাম্মদ (সা.) তিন ছেলে ও চার মেয়ের জনক। ছেলেরা হলো, আবদুল্লাহ, ইবরাহিম ও কাসেম। মেয়েরা হলেন, উম্মে কুলসুম, ফাতেমা রুকাইয়া ও জয়নব। তাঁর অনেক সাহাবি ছিলেন। তাঁদের অন্যতম হলেন, আবু বকর (রা.), উমর (রা.), উসমান (রা.) ও আলি (রা.)। চেচনিয়া সরকারের যোগাযোগ মন্ত্রী আহমদ দাউদায়িফ জানান, মহানবী মুহাম্মদ (সা.)-এর জন্মদিন পালন উপলক্ষে এমন উদ্যোগ প্রতি বছর গ্রহণ করা হয়। তবে এই বছর উদ্যোগটি একটু বিস্তৃত করা হয়।

রাষ্ট্রয়াত্ত বার্তা সংস্থা টিএএসএস-কে আহমদ দাউদায়িফ বলেন, গত বছর শুধুমাত্র ছেলেদের এই উদ্যোগের আওতায় আনা হয়েছিল। তবে এ বছর পরিবারকেও অর্থ প্রদান করা হবে। পাশাপাশি নবীজির পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সাহাবিদের নামকেও উদ্যোগের আওতায় আনা হয়। আহমদ কাদিরোভ চেচেনিয়ার প্রধান ধর্মীয় নেতা ছিলেন। ১৯৯৪-১৯৯৬ সালে মস্কো চুক্তির আগে রাশিয়ার সঙ্গে স্বাধীনতা যুদ্ধে চেচেন সৈন্যদের নেতা ছিলেন তিনি। চেচনিয়ার বর্তমান প্রেসিডেন্ট রমজান কাদিরভের পিতা তিনি। আহমদ কাদিরভ ২০০৪ সালে ৯ মে আততায়ীর গুলিতে নিহত হন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *