মুজিব শতবর্ষ উদযাপন করে সাংবাদিকরা সোনার বাংলা প্রতিষ্টায় এগিয়ে এসেছে -পল্লব

স্টাফ রিপোর্টারঃ

বিয়ানীবাজার প্রেসক্লাবের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন পালিত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটের সময় প্রেসক্লাব কার্যালয়ের সামনে কেক কর্তন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বলেন, মুজিব শতবর্ষ ঝমকালোভাবে আয়োজনের মধ্য দিয়ে সাংবাাদিকরা জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্টায় এগিয়ে এসেছে। এভাবে চলতে থাকলে ২০৪১ সালে বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য মোহাম্মদ জাকির হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, যুগ্ম সম্পাদক লায়েক আহমদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাহেল আহমদ।

বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজীব ভট্রাচার্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক ফারুক, প্রেসক্লাবের সহ-সভাপতি হাসান শাহরিয়ার, যুগ্ম সম্পাদক শাহিন আলম হৃদয় ও মাসুম আহমদ, প্রেসক্লাবের সদস্য ফয়জুল হক শিমুল, কোষাধ্যক্ষ মুকিত মুহাম্মদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শিপার আহমেদ পলাশ, কার্যনির্বাহী সদস্য মো. জহির উদ্দিন, সাংবাদিক ইকবাল হোসেন, প্রেসক্লাব সদস্য সাংবাদিক মনোয়ার হোসেন লিটন, সাংবাদিক আবুল হাসান, উপজেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সাংবাদিক সাইদুল ইসলাম, সাংবাদিক সৈয়দ মুনজের হোসেন বাবু, সাংবাদিক ইমাম হাসনাত সাজু, সাংবাদিক সামিয়ান হাসান, সাংবাদিক আমিনুল হক দিলু, সাংবাদিক মিছবাহ উদ্দিন, সাংবাদিক বেলাল আহমদ, সাংবাদিক জসীম উদ্দিন, সাংবাদিক সাকের আহমদ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *