মর্মান্তিক সড়ক দূর্ঘটনাঃ বিসিএস’র স্বপ্ন পূরণ হয়নি রাজনের, সুনামের হাতে ছিল সংসারের চাকা

বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ

শীতের ভোর। কাথাঁমুড়ি ছেড়ে বাহিরে বের হচ্ছেনা কেউ। অনেকের ঘুম ভেঙ্গেছে,
বাড়তি ওম পেতে অনেকেই বিছানা ছাড়ছেননা। এমন সময় হয় বিকট শব্দ। ধূয়া ওড়তে শুরু করে, ছুটোছুটি শুরু হয়, বিছানা ছেড়ে বের হন প্রতিবেশীরা। কিন্তু
গাড়ি থেকে বের হতে পারছেনা যাত্রীরা। নিমিষেই পুঁড়ে ছাঁই বিয়ানীবাজারের
রাজন আহমদ ও সুনাম আহমদ।

উপজেলার চারখাই ইউনিয়নের বারইগ্রামের মৃত কুনু মিয়ার ছেলে রাজন আহমদ (২৭) বিসিএস পরীক্ষা দিতে চেয়েছিল। মাস্টার্স শেষ করে সে আপ্রাণ প্রস্তুতি নিচ্ছিলো বিসিএস’র। আর একই গ্রামের আব্দুল জলিলের ছেলে ও মাইক্রোবাস চালক সুনাম আহমদ (২৬) এর হাতে ছিল সংসারের চাকা। রাজন বিসিএস উত্তীর্ণ হয়ে পিতৃহীন সংসারের হাল ধরতে চেয়েছিল। কিন্তু সে স্বপ্ন পূরণ হওয়ার আগেই তাকে বিদায় নিতে হয়েছে দুনিয়া থেকে।

সরেজমিন রাজনের বাড়িতে গিয়ে দেখা যায় এক হৃদয় বিদারক দৃশ্য। তার মায়ের
আহাজারি আর আর্তনাদে শোকবিহবল পুরো গ্রামবাসী। সেছাড়াও তার আরেক বোন রয়েছে পরিবারে। ঘটনার পর থেকে তার বাড়িতে তিলধারণের ঠাঁই নেই। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জানান, পিতা মারা যাওয়ার পর দূঃখ-কষ্টে মা’ই রাজনকে বড় করে তুলেন। মেধাবী রাজনকে নিয়ে গ্রামবাসীও ছিলেন স্বপ্নবিভোর। কিন্তু সব স্বপ্নকে বিবর্ণ করে দিয়েছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ।

সুনামের বাড়ির অবস্থাও একইরকম। তারা ৪ ভাই, ৩ বোন। গাড়ির চাকা ঘুরিয়ে
সংসারের চাকা সচল রেখেছিলেন তিনি। কিন্তু একটি দূর্ঘটনায় যেমন থেমেছে
গাড়ির চাকা, ঠিক তেমনি সংসারের চাকাও নিয়ে চিন্তাগ্রস্থ তার পরিবার।
একগ্রামে দুই লাশ বয়ে নিয়ে যাওয়ার শোকে কাঁদছেন পুরো ইউনিয়নবাসী।
বুধবার বাদ আসর নিহতদের যৌথ জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এরপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও মৌসুমী মাহবুব উভয়ের পরিবারের সদস্যদের হাতে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকার চেক প্রদান করেন।

পুলিশ জানায়, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষের পর দুটি গাড়িতেই আগুন লেগে যায়। এতে
মাইক্রোবাসটি পুরো ভস্মীভূত হয়ে পড়ে। আগুনে পুড়ে মাইকোবাসের চালকসহ তিন
যাত্রী নিহত হন। আর সিলিন্ডারের টুকরো পড়ে নিহত হয় পাশের বস্তির এক শিশু।
এতে আরও ৪ যাত্রী দগ্ধ হয়েছেন।
হেতিমগঞ্জ পশ্চিম বাজার এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। সিলেট জেলা পুলিশের গোলাপগঞ্জ সার্কেলের
এএসপি রাশেদুল হক চৌধুরী বলেন, দুর্ঘটনায় মাইক্রোবাসের ভেতরের
চালক-যাত্রীসহ ৩ জন মারা যান। আর সিলিন্ডারের টুকরো ছিটকে পড়ে পাশের
বস্তির এক শিশু মারা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *