ভ্যাকসিন নিতে অনাগ্রহের তালিকার শীর্ষে পাকিস্তান

কোভিড-১৯ এর ভ্যাকসিন নেওয়ার বিরুদ্ধে অবস্থান করছেন পাকিস্তানের জনসাধারণ। আইপিএসওএস-এর এক জরিপে দেখা যায়, ভ্যাকসিন নিতে অস্বীকৃতি জানায় এমন দেশের তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তান।

বহুজাতিক বাজার গবেষণা ও পরামর্শ সংস্থা (আইপিএসওএস) জরিপের ফলাফল অনুযায়ী, ২১ শতাংশ পাকিস্তানি ভ্যাকসিন নেওয়ার বিরোধিতা করছেন। বিনামূল্যে ভ্যাকসিন পাবেন বলে আশাবাদী ৮৯ শতাংশ লোক। মাত্র তিন শতাংশ লোক ভ্যাকসিনের নাম সম্পর্কে অবগত ছিলেন। এছাড়াও, ১১ শতাংশ আমেরিকান এবং ১০ শতাংশ ইতালিয়ানও ভ্যাকসিন নেওয়ার বিরুদ্ধে অবস্থান করছেন।

অন্যদিকে, জরিপে অংশ নেওয়া মানুষের মধ্যে ৬১ শতাংশ ভ্যাকসিন নেওয়ার পক্ষে মত দিয়েছেন, ১৫ শতাংশ প্রথম ডোজ নিতে আগ্রহ প্রকাশ করেছেন, ৩৯ শতাংশ ভ্যাকসিন নিতে দ্বিধার কথা জানিয়েছেন এবং ২৩ শতাংশ গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা করছেন।

যারা ভ্যাকসিনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তাদের মধ্যে ২৩ শতাংশ ইনজেকশনের ভয় পাচ্ছেন, ২১ শতাংশ কোন ধরনের ভ্যাকসিনই নেবেন না বলে জানান, ১৯ শতাংশ মনে করেন, কার্যকারিতার যথাযথ পরীক্ষা ছাড়া তাড়াহুড়া করে ভ্যাকসিন উৎপাদন করায় এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে সঠিক ধারণার অভাবে ভ্যাকসিন দিতে অস্বীকৃতি জানান ১৯ শতাংশ লোক।

প্রসঙ্গত, জরিপে অংশ নিয়েছিলেন ১ হাজার ৫৪ জন। তাদের মধ্যে ৬৫ শতাংশ পুরুষ এবং ৩৫ শতাংশ নারী। তাদের মধ্যে ১৪ শতাংশ গ্রামীণ এলাকার এবং ৮৬ শতাংশ শহুরে এলাকায় বসবাস করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *