ব্রিটিশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার খুলে দেওয়ার দাবিতে সিলেটে মানববন্ধন

বিয়ানীবাজারের ডাকঃ

লকডাউনের কারনে ৫ এপ্রিল থেকে বন্ধ থাকা ব্রিটিশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার- ভিএফএস খোলার দাবিতে মানববন্ধন করেছে যুক্তরাজ্য গমনেচ্ছু সিলেটের শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় ভিএফএস সেন্টারের সামনে মানবন্ধনে উপস্থিত হয়ে ভিএফএস খোলার ব্যপারে সরকারের হস্তক্ষেপের দাবি জানান ভুক্তভোগী এসব শিক্ষার্থী।

তারা জানান, যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গড়ে ৮ থেকে ১৫ লক্ষ টাকা জমা দিয়ে ভিসা আবেদন ও ডেলিভারী না পাওয়ায় সেশন মিস করার আশঙ্কায় আর্থিক ও মানসিকভাবে চরম ক্ষতির মুখোমুখি হচ্ছেন তারা। হুমকির মধ্যে পড়ছে নিজেদের ভবিষ্যত ও তাদের পরিবার। ভিএফএস সেবাকে লকডাউনের আওতামুক্ত করা কিংবা প্রতিদিন অন্তত দুই ঘন্টা করে হলেও প্রতিষ্টানটি চালু রাখার ব্যাপারে সরকারের দ্রুত সিদ্ধান্ত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি এসব ভুক্তভোগীদের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *