বিয়ানীবাজার পৌরসভায় ভোটার বেড়েছে ২ হাজারের বেশি

২০১৭ সালের ২৫ এপ্রিল নির্বাচনের ভোটর ছিল ২৫ হাজার ২৪জন। এই পাঁচ বছরে পৌরসভায় ভোটার বেড়েছে ২ হাজার ৩৪৫জন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এবার পৌরসভার ২৭ হাজার ৩৬৯জন ভোটার তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন। আগামী ১৫ জুন পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রথমবারের মতো বিয়ানীবাজারে ইভিএমে ভোট গ্রহণ করার সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশন।

উপজেলা নির্বাচনকর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন বলেন, গত নির্বাচনের চেয়ে এবার ভোটার সংখ্যা বেড়েছে। দুই হাজারের বেশি নতুন ভোটার প্রথমবারের মতো পৌর নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। তিনি বলেন, ভোট গ্রহণের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন।

প্রসঙ্গত, ২০০১ সালে বিয়ানীবাজার সদর ইউনিয়ন এবং কুড়ারবাজার, মুড়িয়া ও মোল্লাপুর ইউনিয়নের কিছু এলাকা নিয়ে বিয়ানীবাজার পৌরসভার ঘটিত হয়েছে। পৌরসভার গঠনের ১৬বছর পর প্রথম নির্বাচন ২০১৭ সালের ২৫ এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *