বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন পালিত

নিজস্ব সংবাদদাতা
বিয়ানীবাজারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল’র জন্মদিন পালন করা হয়েছে। বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও উপজেলা চত্বরে শহীদ শেখ রাসেল এর অস্হায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচি পালিত হয়।

সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্বরে শহীদ শেখ রাসেল এর অস্হায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিয়ানীবাজার উপজেলা পরিষদ ও প্রশাসন, বিয়ানীবাজার পৌরসভা, মুক্তিযোদ্ধা কমান্ড, বিয়ানীবাজার থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ সমিতিসহ বিভিন্ন ইউনিট। তারপর উপজেলা চত্বরে শিশুদের হাতে চারা তালগাছ রোপন করা হয়।

পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে ও পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মোঃ আব্দুস শুকুর, ভাইস চেয়ারম্যান জামাল হোসেন ও রোকসানা বেগম লিমা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোয়াজ্জেম আলী খাঁন, অফিসার ইনচার্জ হিল্লোল রায়, কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভৃমি) মুশফিকীন নূর, প্রাথমিক শিক্ষা কর্মকতা মো. রোমান মিয়া, বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায়, তথ্যসেবা কর্মকর্তা শিউলী বেগম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, প্রেসক্লাবের সভাপতি সজীব ভট্টাচার্য, কাউন্সিলর নাজিম উদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *