বিয়ানীবাজারে স্বাস্থ্যবিধি মেনে নারী কাউন্সিলর রোশনা বেগম’র দাফন সম্পন্ন

বিয়ানীবাজারের ডাকঃ 

বিয়ানীবাজার পৌর এলাকার সুপাতলা গ্রামের পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বিয়ানীবাজার পৌরসভার ৭, ৮ ও ৯নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-৩ রুশনা বেগম। তার মরদেহে করোনাভাইরাসের (কোভিড-১৯) উপস্থিতি শনাক্ত হওয়ায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই দাফন করা হয়েছে তাকে।

শনিবার (৮ আগস্ট) সকাল ১০ টায় সুপাতলা শাহী ঈদগাহ মাঠে এই নারী কাউসিলরের দাফন সম্পন্ন হয়। এর আগে এদিন সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশে নির্ধারিত নারী স্বেচ্ছাসেবকরা স্বজনদের সহায়তায় মরদেহ গোসল করিয়ে দাফনের জন্য প্রস্তুত করতে সার্বিক সহযোগিতা করেন।

শ্বাসকষ্ট ও কিডনিজনিত সমস্যার কারণে গত ২ আগস্ট থেকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় নারী কাউন্সিলর রুশনা বেগমকে। হাসপাতালে ভর্তি হওয়ার পর গত বৃহস্পতিবার তার করোনা পজিটিভ ধরা পড়ে। পরে শুক্রবার রাত ১০ টায় সেই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
করোনায় আক্রান্ত হয়ে রুশনা বেগমই এ উপজেলায় জনপ্রতিনিধিদের মধ্যে প্রথম মৃত্যুবরণ করেছেন। তার বাড়ি পৌর এলাকার সুপাতলায়। তিনি দুই সন্তানের জননী।

এদিকে, বিয়ানীবাজার উপজেলায় সর্বমোট করোনা রোগীর সংখ্যা ২৪৯জন। এর মধ্যে মারা গেছেন ১৩জন এবং সুস্থ হয়েছেন ১৭৫জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *