বিয়ানীবাজারে লেপ-তোশক তৈরিতে ব্যস্ত কারিগররা

বিয়ানীবাজারের ডাকঃ

বিয়ানীবাজারের গ্রাম-গঞ্জে শীতের আনাগোনা। দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সন্ধ্যার পর থেকেই কোয়াশা নামতে শুরু করে। টিলা বেষ্টিত বিয়ানীবাজার শীত প্রবণ এলাকা হওয়ায় উপজেলার প্রতিটি পরিবারে শীত মোকাবেলায় লেপ-তোশকের চাহিদা বেড়ে যায়। শীত মৌসুমে এ অঞ্চলে তুলনামূলকভাবে শীতের প্রকোপ বেশী থাকে। সেপ্টেম্বর মাস থেকে শীতের আগমনী বার্তা জানান দেয়ার পর থেকে বিয়ানীবাজারে দিন দিন কমতে শুরু করেছে তাপমাত্রা। সেই সঙ্গে গভীর রাতে বাড়ছে শীত। শীত মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে লেপ-তোশক বানানোর কাজ শুরু হয় সেপ্টেম্বর-অক্টোবর থেকেই। এজন্য উপজেলায় লেপ-তোশক বানানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছেন কারিগররা।

উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা যায়, লেপ-তোশক বানানোর পল্লীতে ও দোকানে ত্রেুতাদের ভিড়। কারিগরেরা লেপ-তোশক তৈরিতে ব্যস্ত। ত্রেুতাদের চাহিদা মোতাবেক লেপ-তোশক তৈরি করে থাকেন কারিগর। কারিগরদের মধ্যে কেউ কেউ ত্রেুতাদের বাড়িতে গিয়েই লেপ-তোশক তৈরি করে দিয়ে আসছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *