বিয়ানীবাজারে প্রভাষক আব্দুস সামাদ আজাদ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
বিয়ানীবাজারে প্রভাষক আব্দুস সামাদ আজাদ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। পৌরশহরের ইনার কলেজ রোডে অবস্থিত বনলতা নার্সারি সংলগ্ন মাঠে জনতা মার্কেট ব্যবসায়ীবৃন্দের আয়োজনে ফাইনাল খেলায় ব্যাডমিন্টন লিজেন্ড নিদনপুরকে হারিয়ে বিয়ানীবাজার ব্যাডমিন্টন ইনডোর একাডেমি (বিবিআইএ) চ্যাম্পিয়ন হয়।

গতকাল ১৯ ফেব্রুয়ারি শুক্রবার রাতে খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জাহিদ আহমদ রাব্বীর সঞ্চালনায় জনতা মার্কেটের ব্যবসায়ী মাসুক আহমদের সভাপতিত্বে চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় স্থান অধিকারী দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার জনকল্যাণ সংস্থা ইউএই এর সভাপতি ও মাহমুদ সিএনজি ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মোহাম্মদ লুৎফুর রহমান, বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজীব ভট্টাচার্য, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমদ ফয়সাল, শিক্ষা উন্নয়ন ট্রাস্ট-বিয়ানীবাজারের সাধারণ সম্পাদক শিক্ষক মো ফয়জুল হক, বিয়ানীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিল মো আব্দুর রহমান আফজল, জনতা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি জহিরুল ইসলাম, ব্যবসায়ী নেতা আমান উদ্দিন, ব্যবসায়ী নেতা বাবুল আহমদ, ব্যবসায়ী নেতা বাবুল হোসেন, তরুণ সংগঠক এ আর ময়নুল, প্রবাসী সংগঠক সামাদ সোহেল, ব্যবসায়ী বুলবুল, ক্রীড়ামোদী মইন উদ্দিন ও টুর্ণামেন্টের পৃষ্ঠপোষক প্রভাষক মুহাম্মদ আব্দুস সামাদ আজাদ প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির সভাপতি ম্যাক্স সাহেদ, সহ-সভাপতি রায়হানুল হক, সহ-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ রেদওয়ান আহমদ, প্রচার সম্পাদক আবিদ রহমান রানা, সদস্য ফখরুল ইসলাম ও মাশরাফি মাহমুদ।
গত ১০ জানুয়ারি হইতে ৩২ টি দলের অংশগ্রহণে নক আউট পদ্ধতিতে এই টুর্ণামেন্ট শুরু হয় ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *