বিয়ানীবাজারে পেশাদার মহিলা চোর আটক

বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ

বিয়ানীবাজার থানা পুলিশ পেশাদার এক মহিলা চোরকে আবারও আটক করেছে। গতকাল বুধবার রাতে পৌরশহরের একটি ডায়গনেস্টিক সেন্টার থেকে তাকে আটক করা হয়।

আটক মহিলা রোকেয়া বেগম ওরফে লিলি (৪২) জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের একজন ইউপি সদস্যের স্ত্রী।

তার বাবার বাড়ি বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়ন। তবে সে দীর্ঘদিন থেকে বিয়ানীবাজার পৌরশহরের বিলাসবহুল একটি ভাড়া বাসায় বসবাস করছে।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় ঐ ডায়গনেস্টিক সেন্টারে ডাক্তার দেখাতে আসা এক মহিলার ব্যাগ ও নগদ অর্থ চুরির সময় তাকে হাতেনাতে আটক করেন উপস্থিত লোকজন। পরে পুলিশের কাছে সোর্পদ করেন তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় আরো ২টি এবং কানাইঘাট থানায় আরেকটি মামলা রয়েছে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, আটক মহিলা একজন পেশাদার চোর। সে এর আগেও বিয়ানীবাজারে একটি মার্কেটে ক্রেতা সেজে স্বর্ণ চুরির ঘটনায় ধরা পড়েছিল। আজ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *