বিয়ানীবাজারে জেলা শ্রমিক নেতৃবৃন্দকে সংবর্ধণা

নিজস্ব প্রতিনিধি

সিলেট জেলা বাস, মাইক্রোবাস সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন (রেজি: বি ১৪১৮) এর নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধণা প্রদান করা হয়েছে।

 

আজ শনিবার সন্ধ্যায় পৌরশহরের উত্তরবাজারস্থ বিয়ানীবাজার উপ-কমিটির কার্যালয়ের সামনে অনুষ্টিত সংবর্ধনা সভায় জেলা নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের ভাগ্য বদলের সময় এসেছে। এখন সবাইকে নতুন করে জেগে ওঠতে হবে। একটি মহল এতদিন শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। সে সুযোগ আর কাউকে দেয়া হবেনা। তারা বলেন, শ্রমিকদের মধ্যে কোন কোন্দল বরদাশত করা হবেনা। শ্রমিকরা সবাই এককাতারে জনসেবামূলক কার্যক্রমে মনোনিবেশ করবে।

 

বিয়ানীবাজার উপ-কমিটির সভাপতি মো. বিলাল আহমদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম লিটনের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায়, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, পৌর বিএনপির সাবেক সভাপতি আবু নাসের পিন্টু, প্রেসক্লাবের সভাপতি সজীব ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম।

 

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম, কার্যকরী সভাপতি রুনু মিয়া, সহ-সভাপতি জসীম উদ্দিন, যুগ্ম সম্পাদক মাহবুব মিয়া মবু, সাংগঠনিক সম্পাদক মো: আবুল হাসনাত, সদস্য শাহ রিপন, মানিক মিয়া প্রমুখ। অনুষ্টানে সংবর্ধিত অতিথির হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।

 

এ সময় শ্রমিকদের ঐক্য বজায় রাখার আহবান জানিয়ে জেলা নেতৃবৃন্দ বিয়ানীবাজারের শ্রমিকদের মধ্যে কোলাকুলি করিয়ে দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *