বিয়ানীবাজারে চিকিৎসক, ব্যাংকার, বিজিবিসহ নতুন ৯ জন করোনায় আক্রান্ত

মুকিত মুহাম্মদঃ

বিয়ানীবাজার উপজেলায় চিকিৎসক, ব্যাংকার ও বিজিবিসহ নতুন আরও ৯ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে দুইদিনে ১৯ জনসহ মোট ১৪০ জন আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাসের সাম্প্রতিক মাত্রাতিরিক্ত সংক্রমণ বৃদ্ধি ঠেকাতে স্বাস্থ্যবিধি সঠিকভাবে মানা এবং জনসচেতনার কোন বিকল্প নেই বলে মনে করেন শ্বাস্থ্য সচেতনরা।

মঙ্গলবার (৭ জুলাই) সিলেটের ওসমানী হাসপাতাল ল্যাবের নমুনা পরীক্ষায় পাঠানো ১৬ জনের মধ্যে আজ ৯ জনের রিপোর্ট পজেটিভ আসে।

নতুন আক্রান্তদের মধ্যে বিজিবি ৫২ ব্যাটালিয়নের একজন, বিজিবি সদস্যের পরিবারের একজন, প্রাইম ব্যাংক বিয়ানীবাজার শাখার একজন, পৌরসভা ফতেহপুর এলাকার চারজন, কুড়ারবাজারের খশিরবন্দ একজন, মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ গ্রামের একজন রয়েছেন।

এ নিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪০ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫০ জন এবং মারা গেছেন ৫ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *