বিয়ানীবাজারে করোনায় আরও একজনসহ মারা গেলেন ১৮ জন!

বিয়ানীবাজারের ডাকঃ

বিয়ানীবাজার উপজেলায় মরনব্যাধী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃত বৃদ্ধার নাম রুহিতুন নেসা (৮০), পৌরসভার খাসা এলাকায় তার বাড়ি।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকাল ৩টায় তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে একইদিন বাদ এশা স্বাস্থ্যবিধি মেনে  উপজেলা স্বাস্থ্য বিভাগ ও স্বেচ্ছাসেবী দলের মাধ্যমে মরহুমার জানাজা ও দাফনকার্য সম্পন্ন হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জানায়, রুহিতুন নেসা প্রেশার, ডায়াবেটিসহ বার্ধ্যকজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন। গত ২৩ আগস্ট সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয় এবং গত ২৪ আগস্ট রাতে তার করোনা শনাক্ত হয়। এরপর থেকেই স্বজনদের তত্ত্বাবধায়নে তিনি নিজ বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন।

এদিকে, ২ সেপ্টেম্বর বুধবার রাত পর্যন্ত বিয়ানীবাজারে সর্বমোট করোনায় আক্রান্ত রোগী সংখ্যা ৩৩১জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ১৮ জনের এবং সুস্থ হয়েছেন ২২৮ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *