বিয়ানীবাজার থেকে ২৮শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বিয়ানীবাজারের ডাকঃ

পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় সিলেটে চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বিয়ানীবাজার থেকে ২৮০০ (দুই হাজার আটশত) পিছ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গতকাল বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে নয়টার সময় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে বিয়ানীবাজার থানাধীন ৩ নং দুবাগ ইউনিয়নের দক্ষিন দুবাগ সাকিনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী খালেদ আহমদ (২৭) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত খালেদ বিয়ানীবাজার থানাধীন চাতলপাড় সাকিনের মৃত মনির আলীর ছেলে। এসময় পুলিশ তাহার হেফাজত থেকে পলিথিনের ভিতর ১৪ টি বিশেষ এয়ার টাইট পলি ব্যাগে মোট ২৮০০ ( দুই হাজার আটশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৮ লক্ষ চল্লিশ হাজার টাকা।

এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এসআই প্রলয় রায় বাদী হয়ে বিয়ানীবাজার থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো: লুৎফর রহমান জানান,মাননীয় আইজিপি স্যারের নির্দেশে পুলিশ সুপার মহোদয় ইতিমধ্যে সিলেট জেলাকে মাদক মুক্ত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহন করেছেন। যার বাস্তবায়নে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে ডিবি (উত্তর) বিয়ানীবাজার থেকে ২৮০০ (দুই হাজার আটশত) পিছ ইয়াবা সহ একজন কে গ্রেফতার করেছে।মাদক নির্মূলে জেলা পুলিশের এরকম অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *