বিয়ানীবাজারে সহকারী শিক্ষক সমিতির শেওলা ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত

বিয়ানীবাজার ডাকঃ

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং শেওয়া ইউনিয়নের সহকারী শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে।

(১৮ অক্টোবর) রবিবার সকাল ১১ ঘটিকায় গোল্ডেন কমপ্লেক্সে সম্মেলন সম্পন্ন হয়।

সম্মেলনে শাহজাদী খালেদা’র সভাপতিত্বে ও আপ্তাব মিয়ার সঞ্চালনায়, প্রধান অতিথি ছিলেন প্রমথেশ দত্ত, সভাপতি সিলেট জেলা শাখা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রাহমান সাধারন সম্পাদক সিলেট জেলা শাখা, মাহবুবুর রহমান শিবলু সাংগঠনিক সম্পাদক সিলেট জেলা শাখা, বদরুল ইসলাম সভাপতি বিয়ানীবাজার উপজেলা শাখা, মোঃ ফয়জুল হক উপদেষ্টা বিয়ানীবাজার উপজেলা শাখা, ছফর উদ্দিন সাধারন সম্পাদক বিয়ানীবাজার উপজেলা শাখা, বাবু দেবাংশু তালুকদার সাংগঠনিক সম্পাদক বিয়ানীবাজার উপজেলা শাখা, নুরুল হক শামীম সিঃ সহ সভাপতি বিয়ানীবাজার উপজেলা শাখা, মাহবুব আহমদ সহ সভাপতি বিয়ানীবাজার উপজেলা শাখা, নাসিমা বেমগ মহিলা সম্পাদক উপজেলা শাখা হারুনুর রশীদ সভাপতি কুড়ারবাজার ইউপি, মোঃ নুরুজ্জামান সভাপতি মুড়িয়া ইউপি, সাধন চন্দ্র দাস জেলা সাংস্কৃতিক সম্পাদক, মোঃ শাহিদ আহমদ জেলা প্রচার সম্পাদক, আব্দুস সামাদ আজাদ চৌঃ, মোস্তফা উদ্দিন,আবুল হাসনাত জুয়েল, সাংগঠনিক কুড়ারবাজার ইউপি, জাহেদ আহমদ, মারুফ আহমদ চৌঃ, খালেদ আহমদ, আমির উদ্দিন, জিতেন্দ্র মোহন ধর টিপন উপজেলা অর্থ সসম্পাদক, আলী হোসেন মুন্না সাধারন সম্পাদক মুড়িয়া ইউপি, যুলহাসনাইন মোঃ ওমর ফুরকানী, হখরুল আমিন, সোহেল আহমদ প্রমূখ।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে পাঠ করেন আমির উদ্দিন, গীতা থেকে পাঠ করেন সুজন পাল স্বাগত বক্তব্য রাখেন, আকমল হোসেন টিপু, হোসেন আহমদ, জাকির হোসেন, অপু মালাকার, শংকর পাল,সালেহ আহমদ,লিমা বেগম,মমতাজ বেগম, গোলাম শরীফ জামিল, কবির আহমদ, তুহফাতুল জান্নাত,কাশিফা বেগম।

এসময় ২০২০ সালে নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা নেতৃবৃন্দ।

সম্মেলনে মুহাম্মদ আপ্তাব মিয়াকে সভাপতি শ্রী সুজন পালকে সাধারন সম্পাদক ও মোঃ জাকির আহমদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন শেওলা ইউপি সহকারী শিক্ষক বৃন্দ।

শিঘ্রই পূর্ণ কমিটি গঠন করার নির্দেশনা দেন উপজেলা কমিটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *