বাংলাদেশ প্রানিসম্পদ গবেষনা ইন্সটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

প্রানিসম্পদ গবেষনা ইনস্টিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হইয়েছে। বাংলাদেশ প্রানিসম্পদ গবেষনা ইনস্টিউট তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। চাকুরী প্রত্যাশীদের মধ্যে অনেক আগ্রহী আছেন যারা কিনা অধীর আগ্রহের সহিত প্রানিসম্পদ গবেষনা ইনস্টিউটের এর জব সার্কুলারের জন্য অপেক্ষা করছিলেন। 

আমরা এই ব্লগ পোস্টটির মাধ্যমে এই চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত খুটিনাটি তথ্য দেওয়ার চেস্টা দেয়ার চেস্টা করব যাতে আপনারা খুব সহজে চাকুরীতে আবেদন করতে পারেন।

এক নজরে কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ

চাকরি দাতা প্রতিষ্ঠানঃ প্রানিসম্পদ গবেষনা ইনস্টিউট

অফিস্যাল ওয়েবসাইটঃ http://www.blri.gov.bd/

আবেদনযোগ্য জেলাঃ সব জেলা 

শূন্যপদঃ ৮টি 

পদের সংখ্যাঃ ২৯ জন 

বয়সসীমাঃ ১৮-৩০ বছর 

আবশ্যিক শিক্ষাগত যোগ্যতাঃ ৮ম-স্নাতক

আবেদন শুরুঃ  ২৪ এপ্রিল ২০২২ 

আবেদনের শেষ সময়ঃ ১৬ মে ২০২২

অবেদন প্রক্রিয়াঃ অনলাইনে

আবেদন করার সাইটঃ http://blri.teletalk.com.bd/

 

প্রানিসম্পদ গবেষনা ইনস্টিউট ২০২২ 

০১.পদের নামঃ প্রোগ্রামার

শূন্যপদের সংখ্যাঃ ১টি

গ্রেডঃ ৬

শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক ডিগ্রী 

০২.পদের নামঃ বৈজ্ঞানিক কর্মকর্তা 

শূন্যপদের সংখ্যাঃ ১৮টি

গ্রেডঃ ৯

শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক ডিগ্রী 

 

০৩.পদের নামঃ উপ-সহকারী প্রকৌশলী 

শূন্যপদের সংখ্যাঃ ১টি

গ্রেডঃ ১০

শিক্ষাগত যোগ্যতাঃ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং

 

০৪.পদের নামঃ ফটোগ্রাফার 

শূন্যপদের সংখ্যাঃ ০১টি

গ্রেডঃ ১০

শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক ডিগ্রী 

 

০৫.পদের নামঃ ড্রাইভার

শূন্যপদের সংখ্যাঃ ০২টি

গ্রেডঃ ১৫/১৬

শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেনী পাশ 

 

০৬.পদের নামঃ ফটোকপি অপারেটর 

শূন্যপদের সংখ্যাঃ ০১টি

গ্রেডঃ ১৮

শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি পাশ  

 

০৭.পদের নামঃ ল্যাব এটেনডেন্ট  

শূন্যপদের সংখ্যাঃ ০২টি

গ্রেডঃ ২০

শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেনী পাশ 

 

০৮.পদের নামঃ অফিস সহায়ক  

শূন্যপদের সংখ্যাঃ ০৩টি

গ্রেডঃ ২০

শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেনী পাশ 

 

সদর দপ্তরে যোগাযোগ করার ঠিকানাঃ 

বাংলাদেশ প্রানিসম্পদ গবেষনা ইনস্টিউট 

সাভার, ঢাকা ১৩৪১

ইমেইলঃ [email protected]

ফোনঃ ৮৮০২  ৭৭৯১৬৭০ – ৭২

 

Prani Sompod Gobeshona Institute Job Circular 2022

আপনি কি প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট-এ চাকরি করতে চান বা আপনি যদি প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এর নিয়োগ বিজ্ঞপ্তি খোঁজে থাকেন, তাহলে এই পোস্টটি আপনার জন্য। আপনার যদি আবেদনের যোগ্যতা থাকে অথবা আপনি যদি এই বিজ্ঞপ্তিতে উল্লেখিত জেলার বাসিন্দা হোন, তাহলে এখনি বিজ্ঞপ্তিতে দেয়া নির্দেশনা মোতাবেক আবেদন করে ফেলুন। আমরা বিজ্ঞপ্তিতে আবেদন করার বিস্তারিত নিয়ম-কানুন, পদের নাম, পদের মোট সংখ্যা, বয়সসীমা, মাসিক বেতন স্কেল, আবেদনের মাধ্যমসহ আবেদন শুরু ও শেষ হওয়ার সময় উল্লেখ করে দিয়েছি। তারপরও অনিইচ্ছাকৃত ভুল এড়ানোর জন্য নিচে দেয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বিস্তারিত দেখে নিন। আমাদের এই সরকারি বেসরকারি চাকরির ওয়েবসাইটে প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াও সব ধরণের চাকরি খবর সবার আগে নিয়মিত প্রকাশ করে থাকি। আমাদের উদ্দেশ্য হচ্ছে বেকার ভাই-বোনদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া। কিন্তু আপনাকে বিজ্ঞপ্তি দেখে আবেদন করে পরীক্ষা দিয়ে চাকরি পেতে হবে। আপনি যদি প্রতিদিনের সকল নতুন চাকরির নিয়োগ সার্কুলার সবার আগে পেতে চান, তাহলে আমাদের সাইটে (https://www.beanibazarerdak24.net/চাকরির-খবর/ ) নিয়মিত ভিজিট করতে পারেন। আমাদের এই বিজ্ঞপ্তিগুলো আপনার আত্নীয়-স্বজন ও বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন, এতে তারাও উপকৃত হবে

 

এই চাকরির খবরের সাথে সাদৃশ্য বিষয়সমুহঃ 

প্রানিসম্পদ গবেষনা ইনস্টিউট নিয়োগ বিজ্ঞপ্তি, প্রানিসম্পদ গবেষনা ইনস্টিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২,  প্রানীসম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *