বাংলাদেশের চেয়ে শ্রীলঙ্কা ভালো দল:নাজিবুল্লাহ জাদরান

আগামীকাল ২৭ আগস্ট দুবাইয়ে আফগানিস্তান ও শ্রীলংকার লড়াইয়ের মধ্যে দিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হতে যাচ্ছে। দুই দল এর আগে মাত্র একবারই টি-টুয়েন্টি ক্রিকেটে এই দুই দলের দেখা হয় এবং সেই দেখায় শ্রীলংকা অনায়সে জয়লাভ করে। যদিও প্রেক্ষাপট অনেকটাই বদলে গেছে।

রশিদ, মুজিব ও নবী এই ত্রয়ীর সমন্বয়ে আফগানিস্তানের সমীহ জাগানো স্পিন আক্রমন । যদিও তাদের পেস বোলিং ইউনিট সাম্প্রতিক সময়ে বেশ ভালো করেছে। কিন্তু তাদের দুশ্চিন্তার জায়গা তাদের দলের টপ অর্ডার যেখানে অভিজ্ঞতার কিছুটা অভাব রয়েছে।

অন্যদিকে শ্রীলংকা ভয়ডরহীন ক্রিকেট খেলে টি-টুয়েন্টিতে নিজেরদেকে শক্তিশালী দল হিসাবে প্রতিষ্ঠিত করেছে। শ্রীলংকার তুরুপের তাস ওয়ানিন্দু হাসারাঙ্গা যিনি তার লেগস্পিন দিয়ে ভ্যাল্কি দেখিয়ে চলছেন।

এদিক টুর্নামেন্টের শুরুর আগেই এক বিস্ফোরক মন্তব্য করেছেন আফগান হার্ড হিটার ব্যাটসম্যান ও সহ-অধিনায়ক নাজিবুল্লাহ জাদরান। তিনি বলেন বাংলাদেশের চেয়ে শ্রীলংকা তুলনামূলক ভাবে ভালো দল। তিনি আরও যোগ করেন শ্রীলংকার স্কোয়াডের দিকে তাকালে বুঝতে পারেন তারা এই টুর্নামেন্টের অন্যতম সেরা ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *