বহুল প্রতীক্ষিত করোনাভাইরাসের টিকা প্রদান কার্যক্রম শুরু বিয়ানীবাজারে

 

নিজস্ব প্রতিনিধি
বহুল প্রতীক্ষিত করোনাভাইরাসের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে আজ থেকে। এটি একটি বড় সুখবর। আজ
রবিবার সকাল ১১টায় বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রথম করোনা ভ্যাকসিন গ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান। এরপর টিকা গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী, বিয়ানীবাজার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তারিকুল ইসলাম ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি খালেদ সাইফুদ্দীন জাফরী।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, গতকাল শনিবার বিকালে সিলেট সিভিল সার্জন কার্যালয় থেকে প্রথম ধাপে ১ হাজার ৪ শত ৭৪ ডোজ করোনার ভ্যাকসিন বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছেছে। শনিবার রাত ১০টা পর্যন্ত টিকা গ্রহণের জন্য ৩২১শ রেজিস্ট্রেশন করেছেন। আজ রবিবার দুপুর ১টা পর্যন্ত ৩১জন সুবিধাভোগী টিকা গ্রহণ করেছেন ।

এসময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মাহবুবসহ রাজনৈতিক, সামাজিক, শিক্ষক ও সাংবাদিক নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *