পবিত্র নগরী মদিনাকে করোনামুক্ত ঘোষণা

বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ

সৌদি আরবের মদিনা প্রদেশ এখন করোনামুক্ত।দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।
এর আগে গত রোববার সৌদি আরবে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জারি করা কারফিউ তুলে নেওয়া হয়েছে।
করোনাভাইরাস পরিস্থিতিতে সৌদি আরবের বাসিন্দাদের নয়া স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে দেশটির সরকার।

মধ্যপ্রাচ্যভিত্তিক গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মদিনার আল আইস শহরে সর্বশেষ ১৩ জন করোনায় আক্রান্ত রোগী ছিল। ওই ১৩ জন রোগীর সবাই এখন সুস্থ হয়ে উঠেছে। আল আইস শহরে প্রায় ৩০ হাজার মানুষ বাস করে।
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, সৌদি আরবে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে এক লাখ ৬১ হাজার পাঁচজন। মারা গেছে এক হাজার ৩০৭ জন। এর মধ্যে ৪৪৫ জনই প্রবাসী বাংলাদেশি। দেশটিতে এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে এক লাখ পাঁচ হাজার ১৭৫ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *