পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন নিয়ে মতবিনিময়

নিজস্ব সংবাদদাতা
আগামী ২৭ ও ২৮ মার্চ বিদ্যালয় মাঠে শতবর্ষ পূর্তি উৎসব উদযাপন করবে পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারী উচ্চ বিদ্যালয়। পুরাতন ছাত্র-ছাত্রী ও নবাগতদের পদচারণায় বিদ্যালয় মাঠে শতবর্ষ পূর্তির এই অনুষ্ঠান মিলন মেলায় পরিণত হবে। উৎসবকে সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন আয়োজকরা। উৎসব উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক ভিসি ও বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. একে আজাদ চৌধুরী। দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এম.পি। সভাপতিত্ব করবেন সাবেক শিক্ষামন্ত্রী ও শতবর্ষ উদযাপন পরিষদের আহবায়ক নুরুল ইসলাম নাহিদ এম.পি।

উৎসবকে নিয়ে শুক্রবার সন্ধ্যায় উৎসব অনুষ্ঠানের সূচী প্রকাশসহ ব্যাপক আয়োজন নিয়ে বিয়ানীবাজারের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন শতবর্ষ উদযাপন পরিষদের দায়িত্বশীলরা। পরিষদের প্রধান সম্মনয়ক সাহেদ আহমদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহবায়ক সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এম.পি। বক্তব্যকালে তিনি অনুষ্ঠানের আয়োজনের বিস্তারিত তুলে ধরে উৎসব সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

শতবর্ষপূতি উদযাপন অনুষ্ঠানের প্রথম দিন সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় কন্ঠশিল্পী আশিক। সমাপনী দিনে সঙ্গীত পরিবেশন ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম এম.পি ।

মতবিনিময় সভায় আরোও উপস্থিত ছিলেন শতবর্ষ উদযাপন পরিষদের সদস্য সচিব মোঃ আব্দুল হাছিব জীবন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হেকিম, উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক জাকির হোসেন ও ছালেহ আহমদ বাবুল, সমন্বয়ক সাহেদ আহমদ, যুগ্ম সমন্বয়ক আব্দুল কুদ্দুছ টিটু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়ালসহ বিয়ানীবাজারের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *