জুড়িতে ইয়াবা সহ ১ জন আটক

নিজস্ব প্রতিনিধি
শনিবার (৯ জানুয়ারি) বিজিবি সদস্যরা জুড়ী উপজেলার সীমান্তের দক্ষিণ কর্ণার এলাকায় সন্ধ্যায় অভিযান চালিয়ে ১৩৩৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ একজন চোরাকারবারীকে আটক করেছেন। আটককৃত ব্যক্তি সাগরনাল ইউনিয়নের হোসনাবাদ গ্রামের ইদ্রিস আলীর ছেলে নজির উদ্দিন (৩৫)।

বিজিবি ৫২ ব্যাটালিয়ন জানান, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে জুড়ী বিজিবির মোকামটিলা বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার মো. রফিকুল ইসলামের নেতৃত্ব সীমান্তের শ^সানঘাট দক্ষিন কর্ণার নামক স্থানে সীমান্তের মেইন পিলার ১৮১৩/১৫ এস হতে ৭৫ গজ বাংলাদেশ অভ্যন্তরে বিজিবি সদস্যরা অভিযান চালায়।

অভিযানকালে বিজিবির টহলদল ১৩৩৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও ২ টি ভারতীয় বোরোলিন ক্রিমসহ নজির উদ্দিন নামে এক চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়। এসময় নজির উদ্দিনের বড়ভাই আব্দুল খালিক পালিয়ে যায়।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গাজী শহীদুল্লাহ শনিবার রাতে জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের সিজার মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *