চিকিৎসকসহ সিলেটের দুই ল্যাবে ৭০ জনের করোনা শনাক্ত

বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ

সিলেটের দুই ল্যাবে আজ ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর পিসিআর ল্যাবে আরও ২১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। যারা সকলেই সিলেট জেলায় বাসিন্দা বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

রোববার (১৬ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান, আজ শনাক্ত হওয়া ২১ জনই সিলেট জেলার বাসিন্দা।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় রোববার (১৬ আগস্ট) ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, রোববার ওসমানীর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় এ ৪৯ জন করোনাভাইনাস শনাক্ত হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *