চট্টগ্রাম-সিলেট রুটে ফ্লাইট শুরু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ

প্রথমবারের মতো চট্টগ্রাম-সিলেট রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ১৭ মার্চ থেকে সপ্তাহে দুই দিন এই রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। সোমবার (৮ মার্চ) সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বিমান।

বিমান জানিয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৭ মার্চ বন্দর নগরী চট্টগ্রাম থেকে সিলেটে সপ্তাহে দুই দিন ফ্লাইট পরিচালনা শুরু হবে। যাত্রীদের চাহিদা ও অভ্যন্তরীণ পর্যটন ও বাণিজ্যিক বিষয়াদির কথা বিবেচনায় এই রুটে ফ্লাইট চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে উড়োজাহাজের সংখ্যা ২১টি। এরমধ্যে ১৬ টি নিজস্ব এবং ৫টি লিজ। নিজস্ব ১৬টির মধ্যে ৪টি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, ৪টি বোয়িং ৭৮৭-৮ড্রিমলাইনার, ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার, ২টি বোয়িং ৭৩৭, এবং ৪টি ড্যাশ-৮ উড়োজাহাজ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *