গোয়াইনঘাটে হ্যান্ড গ্রেনেড উদ্ধার, আতঙ্ক

সিলেটের গোয়াইনঘাটে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ র্মাচ) উপজেলার বাউরবাগ হাওর এলাকা থেকে এটি উদ্ধার করে পুলিশ।

গ্রেনেডটি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের হতে পারে বলে ধারনা করছে পুলিশ। গ্রেনেডটি নিষ্ক্রিয় করতে সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে যাচ্ছে।

এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে।

এর আগে গত সোমবার (২২ মার্চ) উপজেলার নয়াগাঙেরপাড় এলাকার ডাউকি নদী থেকে একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করা হয়েছিল।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে স্থানীয় বাউরবাগ হাওর গ্রামের একটি বসতবাড়িতে মাটি ভরাটের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। মাটি কাটার সময় হঠাৎ লোহার মতো শক্ত বস্তুতে কুদাল আটকে যায়। এসময় গ্রেনেডের মতো দেখতে পেয়ে তাৎক্ষণিক পুলিশকে জানানো হয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত এ গ্রেনেড উদ্ধার করে।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আহাদ জানান, হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করে পুলিশের তত্ত্বাবধানে রাখা হয়েছে। এটি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। হ্যান্ড গ্রেনেডটি নিষ্ক্রিয় করতে সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হয়েছে। একই সঙ্গে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং জননিরাপত্তার স্বার্থে বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

সূত্রঃসিলেটভিউ২৪

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *