করোনায় পুলিশের আরেক সদস্যের মৃত্যু, মোট মৃত্যু ১৬

বিয়ানীবাজারের ডাক ডেস্ক:

করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে পুলিশ বাহিনীর আরেকজন সদস্য মারা গেছেন। তার নাম নিরোদ চন্দ্র মন্ডল (৫২)। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী অঞ্চলের স্টেনোগ্রাফার ছিলেন।

আজ মঙ্গলবার দুপুরে নিরোদ মণ্ডল রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে গতকাল পুলিশ বাহিনীতে করোনায় আক্রান্ত হয়ে ১৬ জন পুলিশ সদস্য মারা গেলেন।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, করোনার ফল পজিটিভ হওয়ায় নিরোদ মন্ডল রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আজ দুপুরে মারা যান তিনি। তার বাড়ি ফরিদপুরে। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *