ওয়ার্নার–মোস্তাফিজদের সৌরভ, ‘আমরা পরের ৯ ম্যাচের ৯টিতেই জিততে পারি’

বিয়ানীবাজারের ডাক ডেস্ক:

টানা পাঁচ ম্যাচে হার। আইপিএলের এই আসরে এখন পর্যন্ত দিল্লিই একমাত্র দল যারা এখনো পয়েন্ট পায়নি। অথচ দলে আছেন ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, আনরিখ নর্কিয়ার মতো তারকা ক্রিকেটাররা। ডাগআউটের নামগুলোতে আরও বড়—রিকি পন্টিং, সৌরভ গাঙ্গুলি।

স্বাভাবিকভাবেই মানসিকভাবে অনেকটাই হতাশাগ্রস্ত ওয়ার্নারের দল। কিছুতেই যখন কিছু হচ্ছে না তখন দলের মনোবল বাড়াতে দিল্লিকে আশার বাণী শোনালেন দিল্লির ক্রিকেট পরিচালক সৌরভ গাঙ্গুলী।

দিল্লি ৫ ম্যাচের চারটিতেই ন্যূনতম লড়াইটুকুও করতে পারেনি। সর্বশেষ ম্যাচেও রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে হেরেছে ২৩ রানে। দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের স্ট্রাইক রেট নিয়েই প্রশ্ন উঠছে বেশি। অধিনায়কেরই যেখানে দলকে আগলে রাখার কথা সেখানে ওয়ার্নারকেই আগলে রাখতে টিম ম্যানেজমেন্টকে।

সে কারণেই হয়তো সৌরভের মুখেও শোনা গেছে অধিনায়ককে সমর্থন দেওয়ার কথা। দিল্লির ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী বলেছেন, ‘আমাদের ব্যর্থতাকে পেছনে ফেলতে হবে। অধিনায়ককে সমর্থন দিতে হবে, প্রত্যেক ক্রিকেটারকেই সমর্থন দিতে হবে। পরের ম্যাচে আমরা আবার নতুন করে শুরু করব।’

আর দুটি ম্যাচ হারলেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে পড়বে দিল্লি। তবে সৌরভ এখনই আশা হারাচ্ছেন না। তাঁর মতে বাকি থাকা ৯ ম্যাচেই জিততে পারে দিল্লি।

কিন্তু কোয়ালিফাইয়ের কথা মাথায় না রেখে নিজেদের মানের জন্য খেলার কথা জানিয়েছেন সৌরভ, ‘যা হয়েছে এর চেয়ে খারাপ কিছু সম্ভব না, তাই আমরা শুধু এর চেয়ে উন্নতিই করতে পারি। এখনো নয়টা ম্যাচ বাকি আছে। আমরা বাকি থাকা নয় ম্যাচের নয়টাতেই ম্যাচেই জিততে পারি। কোয়ালিফাই করতে পারলাম কি পারলাম না সেটা এই মুহূর্তে সেটা বিষয় না। আমরা নিজেদের দিকে তাকাই, আমাদের জন্য খেলি, নিজেদের মানের জন্য খেলি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *