এবার করোনা আক্রান্ত র‌্যাবের মহাপরিচালক সিলেটি আবদুল্লাহ আল-মামুন

বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ 

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

জানা যায়, শারীরিকভাবে অসুস্থতা অনুভব করায় তিনি নিজেই নমুনা পরীক্ষা করান। বুধবার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপরই রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন।

১৯৬৪ সালের ১২ জানুয়ারি সিলেটের সুনামগঞ্জের শ্রীহেলা গ্রামের মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আবদুল্লাহ আল মামুন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইলে। ১৯৮২ সালে বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা হিসেবে পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি) হিসেবে যোগ দেন। গত বছরের মে মাসে তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। এর আগে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *