আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটসহ দেশের কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (৭ জুলাই) সকাল ৯ টা ১৬ মিনিটের দিকে এ ভূকম্পন অনুভব হয়।

এসব জেলাগুলোর মধ্যে প্রাথমিক ভাবে টাঙ্গাইল, নাটোর, নেত্রকোনা, বগুড়ায় ভূমিকম্প অনুভূত হয় বলে জানা যায়। তবে ভূমিকম্পে দেশের কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তবে ঢাকা আবহাওয়ায় অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মমিনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ভূমিকম্পের রিখটার স্কেল বা উৎপত্তিস্থল সম্পর্কে তাৎক্ষনিক জানাতে পারেননি।

ঢাকা আবহাওয়ায় অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মমিনুল ইসলামের জানান, এ ভূমিম্পের মাত্রা ছিলো পাঁচ দশমিক ২। যার উৎপত্তিস্থল ঢাকা থেকে ২৪২ কিলোমিটার উত্তরে ভারতের লক্ষিপুর।

তিনি আরও বলেন, যেহেতু এটি ভারতে উৎপত্তি। উত্তর দিকে অবস্থানরত দেশের বিভিন্ন জেলায় কাঁপুনি অনুভূত হয়ে থাকতে পারে। তবে ঢাকায়ও কিছুটা কম্পন অনুভব হয়েছে।

এর আগে গত ২৯ মে সিলেটে সকাল থেকে দুপুর পর্যন্ত চার দফাসহ মোট ৬ বার ভূকম্পন অনুভূত হয়। এরপরও বেশ কয়েকবার ভূকম্পন অনুভূত হওয়ার কথা জানায় আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র। এরপর গত ৭ জুন সন্ধ্যা ৬টা ২৮ মিনিট ও ৬টা ৩০ মিনিটে সিলেট শহর ও এর আশেপাশের এলাকায় ভূমিকম্প হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *