সিলেটের ভূমিকম্পের উৎপত্তিস্থল দক্ষিণ সুরমার জালালপুর

বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ

গেল সপ্তাহে টানা কয়েকদফা ভূমিকম্পের পর মাত্র এক মিনিটের ব্যবধানে ফের দুই দফা কেঁপে উঠলো সিলেট। আজ সোমবার সন্ধ্যা ৬টা ২৯ মিনিটের সময় প্রথম মৃদু ভূকম্পন অনুভূত হয়। এর রেশ কাটতে না কাটতেই ০৬ টা ৩০ মিনিটে আবারও কেঁপে ওঠে সিলেট।

সপ্তাহজুড়ে ভূমিকম্পের আতঙ্কে ছিল সিলেটবাসী। এর মাঝে ফের ভূমিকম্পে ভয়ে-আতঙ্কে মানুষজন ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। নিজ নিজ ধর্মমতে করেন দোয়া-প্রার্থনা।

এদিকে আজকের ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৮। আর উৎপত্তিস্থল সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের কাদিপুর বা আশপাশের এলাকায়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন- সন্ধ্যায় সিলেটে অনুভূত হওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট আবহাওয়া অফিস থেকে ১০ কিলোমিটার দূরত্বে দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নে।

এর আগে গত ২৯ মে সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেট অঞ্চলে প্রায় চারবার ভূমিকম্প হয়। প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১। পরদিন ভোরে আবার ভূমিকম্প হয়। যার সবগুলোর কেন্দ্রস্থল সিলেটের জৈন্তাপুর এলাকায়।

শেয়ার করুন

One thought on “সিলেটের ভূমিকম্পের উৎপত্তিস্থল দক্ষিণ সুরমার জালালপুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *