বিয়ানীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

আমিনুল হক দিলুঃ

“গতিসীমা মেনে চলি, সড়ক দূর্ঘটনা রোধ করি” এই প্রতিবাদ্য নিয়ে সারাদেশের ন্যায় বিয়ানীবাজারেও পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।

এ উপলক্ষ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যােগে বিয়ানীবাজার পৌরশহরে বর্ণাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ অক্টোবর) বিকেল ৪টায় পৌরশহরের দক্ষিণ বাজার থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে  র‌্যালীটি উত্তর বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মুখে এক পথসভার মাধ্যমে শেষ হয়।

সংগঠনের আহবায়ক সাংবাদিক সুফিয়ান আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিউর রহমান শফি’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়।

সংগঠনের সিনিয়র সদস্য হাফেজ আবুল হাসান মামুনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া পথসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু।

আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন, বিয়ানীবাজার থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান, সংগঠনের উপদেষ্টা ও বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মোঃ জয়নুল ইসলাম, যুগ্ম আহবায়ক কামরুল হাসান লোদী রাজু ও সদস্য সাংবাদিক আবু তাহের রাজু।

নিরাপদ সড়ক চাই (নিসচা) আয়োজিত পথসভায় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা জাহিদ লোদী, সাংবাদিক আমিনুল হক দিলু, মাহবুবুর রহমান নাহিদ, সদস্য সাংবাদিক শহিদুল ইসলাম সাজু, শামিম আহমেদ, কবির আহমেদ, মোহাম্মদ রাফি, মাসনুন আহমদ, সাহিদুল ইসলাম, আহমেদ সজীব, আবদুল কুদ্দুস, জুয়েল আহমদ, রাফিউল হক, রেজাউল আলম রেজা, মাসুদ আহমেদ,  মোহাম্মদ সামী, তানভীর লোদীসহ আরো অনেকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *