বিয়ানীবাজারে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

বিয়ানীবাজারের ডাকঃ

বিয়ানীবাজার পৌরসভার ফতেহপুর এলাকার হযরত হায়দর শাহ (রহ.) হাফিজিয়া মাদরাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে ওই মাদরাসার মুহতামিম হাফিজ আব্দুর রহিমকে (৫৫) আটক করা হয়েছে।

গতকাল বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিজিবি সদস্যরা মাদরাসার মুহতামিমকে আটকের পর রাত ৮টার দিকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করেন।

জানা যায়, বিয়ানীবাজার বিজিবি ৫২ ব্যাটালিয়নের এক সদস্যের ছেলে হযরত হায়দর (রহ.) হাফিজিয়া মাদরাসার ছাত্র (১৫)। সম্প্রতি ওই ছাত্র মাদরাসা যাওয়া বন্ধ করে দিলে জিজ্ঞাসাবাদ করলে সে বলাৎকারের বিষয়টি বিজিবি সদস্য পিতাকে জানায়। বিজিবির ওই সদস্য ৫২ ব্যাটালিয়নের দায়িত্বশীলদের ঘটনাটি অবহিত করলে বুধবার দুপুরে মাদরাসার মুহতামিম হাফিজ আব্দুর রহিমকে জিজ্ঞাসাবাদ করতে সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। পরে ঘটনার সত্যতা ও ভিকটিম ছাত্রের মৌখিক জবানবন্দী নেওয়ার পর রাত ৮টার দিকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, মাদরাসার মুহতামিমকে বিজিবির পক্ষ থেকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা থানায় অভিযোগ দায়ের করেছেন।

তিনি জানান, অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা দায়ের করা হবে।

তবে এ বিষয়ে বিজিবি ৫২’র কোন বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে মঙ্গলবার দিবাগত রাতে মাদরাসা ছাত্র বলাৎকার ঘটনায় মুহতামিম হাফিজ আব্দুর রহিমকে পৌর কিচেন মার্কেটে আটকে রাখা হয়েছে এমন সংবাদ পেয়ে ছাত্ররা উত্তেজিত হয়ে রাত ১২টার দিকে পৌরশহরে স্বশস্ত্রভাবে অবস্থান নেয়। পৌর কিচেন মার্কেটে সাবেক পৌর প্রশাসক তফজ্জুল হোসেনের ব্যক্তিগত অফিস ছাত্ররা ঘেরাও ও হামলা করে। পরে পৌর মেয়র ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে মাদরাসা ছাত্ররা পৌর কিচেন মার্কেট ত্যাগ করেন।

এ ঘটনায় বেশ কয়েক দফা বৈঠকের পর পরিস্থিতি শান্ত হলেও বুধবার দিনভর মাদরাসা ছাত্রদের পৌরশহরের অবস্থান ও ভুক্তভোগী ছাত্রের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ভিডিও ভাইরাল হলে ঘটনাটি ‘টক অব দা টাউনে’ পরিণত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *