ফেসবুক -মোহাম্মদ শামছ উদ্দিন

 

ফেসবুকের ফেসগুলো ভাই বড়ই অর্গানিক,
কেউ কারে না চিনতে পারে সবাই আধুনিক।
কেউবা সেথা সেলিব্রিটি কেউবা পলিটিশিয়ান,
কেউবা হেথা বড় ভাই কেউবা বোহেমিয়ান।

লাইকে হয় হিসেবকষা কমেন্ট খানিক সিনিয়র,
ভাই বলেই জীবনপাত যদি হও তুমি জুনিয়র।
দলনেতা অভিভাবক ও গুরু থাকলে পাশে,
তোমার ছবি ফেসবুকেতে ভাইরাল হয়ে ভাসে।

প্রোফাইল নামের সাথে আছে অনেক বাহাদুরি,
কেউবা হেথা ‘গ্রামের ছেলে’ কেউবা ‘অবুঝ নারী’!
নারী হেথা পুরুষ সাজে পুরুষ সাজে নারী,
মেসেঞ্জারের চ্যাটিংরে ভাই ছাড়ায় ঘরবাড়ি।

সাধু তুমি সাবধান তোমার একটি মুখের কথা,
বেফাঁস হলেই হারাবে তুমি মুন্ডু থেকে মাথা।
ডেটিং করতে যেওনা রে ভাই চ্যাটিং করে শুধু,
কুল হারাবে মান হারাবে খেতে বিষের মধু।

লাইভে যাওয়ার ধুম পড়েছে টিকটক থেমে নেই,
এক পোষ্টেই সেলিব্রিটি হচ্ছেন অনেকেই।
ফেসবুক বড়ই আজব রে ভাই আজব তার কাজ,
ধরা সেথা পড়বে শেষে সকল দাগাবাজ।

ধর্ষক কিংবা ঘাতক তোমরা হও যে সাবধান,
ফেসবুকের চক্ষু থেকে নেইকো পরিত্রাণ।
ফেসবুকের ভালো কাজকে চলুন ‘হ্যা’ বলি,
নেতিবাচক সকল কাজকে চলুন ‘না’ বলি।

(নভেম্বর ৬,২০২০-উপশহর)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *