দেশে করোনায় একদিনে মৃত্যু ৬৬, শনাক্ত ৭২১৩

 বিয়ানীবাজারের ডাক ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৬৬ জনের মৃত্যু হয়েছে। এটাই দেশে সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত বছর ৩০ জুন ৬৪ জন মারা যায় করোনায়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৩৮৪ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৭২১৩ জন। শনাক্তেও রেকর্ড। মোট শনাক্ত ৬ লাখ  ৫১ হাজার ৬৫২জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ২৯৬৯ জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ৫৮ হাজার ৩৮৩ জন সুস্থ হয়ে উঠেছেন।আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়েছে।এতে আরো জানানো হয়, ২৩৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৩৬০ টি নমুনা সংগ্রহ এবং ৩৪ হাজার ৩১১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এখন পর্যন্ত ৪৮ লাখ ৪৭ হাজার ৯৩৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক  শূন্য ২শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৬৯শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪শতাংশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *