গ্রীস যাওয়ার পথে সীমান্তে সিলেটি যুবকের মৃত্যু!

বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ

ইউরোপ যাওয়ার পথে মারা গেলেন সিলেটের মোহাম্মদ সাজু মিয়া নামের এক যুবক। সাজু মিয়া হচ্ছেন জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের আব্দুল কাদিরের ছেলে।

জানা যায়, প্রায় তিনমাস পূর্বে দালালের মাধ্যমে চুক্তি করে সাজু মিয়া তুরস্ক যান। সেখান থেকে স্বপ্নের দেশ গ্রীসের লক্ষ্যে গত শুক্রবার এক দালালের সহযোগিতায় কয়েকজনের সঙ্গে যাত্রা করেন। গ্রীসের সীমান্তবর্তী স্থানে পৌঁছামাত্র হঠাৎ করে পেটের প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। কিন্তু অবৈধ হওয়ায় সীমান্ত এলাকায় কোন ডাক্তারেরও স্মরণাপন্ন হতে পারেননি। কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

সাজুর বড় ভাই রৌয়াইল গ্রামের আবুল মিয়া বলেন, গত শনিবার আমার ভাইয়ের মৃত্যুর খবর পেয়েছি। ৫ ভাই ও ৩ বোনের মধ্যে সে ছিল সবার ছোট। তার মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

স্থানীয় ইউপি সদস্য নাজমুল হোসেন বলেন, সাজুর সঙ্গে থাকা কয়েকজন বাংলাদেশি তার মরদেহ কাঁদে করে পায়ে হেঁটে লাশবহন করে গ্রীসের সীমান্ত এলাকায় নিয়ে গেছে। শুনেছি, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *