কুলাউড়ায় লকডাউনের প্রথমদিনে ১৮ জনকে জরিমানা

কুলাউড়া উপজেলা শহরসহ বিভিন্ন এলাকায় লকডাউনের ১ম দিনে প্রশাসন ছিল কঠোর। সকাল থেকে কুলাউড়া উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন বিধি লংঘনকারীদের বিরুদ্ধে ছিল কঠোর অবস্থানে।

বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম এবং ওসি বিনয় ভূষণ রায়সহ একদল পুলিশের সহযোগিতায় কুলাউড়া শহরসহ বিভিন্ন এলাকায় অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া, চলাচলে বিধি লংঘন করাসহ লকডাউন ভঙ্গ করায় পথচারী, হোন্ডারোহী, সিএনজি অটোরিকসা ও ব্যাটারী চালিত রিকসার আরোহীদের আইনের আওতায় এনে জরিমানাসহ সতর্ক করে দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী সময় কুলাউড়াকে জানান, কুলাউড়া শহরসহ শহরের বাইরে ব্রাহ্মণবাজার এলাকায় অভিযানকালে ১৮টি মামলায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, কুলাউড়ার জনগণের স্বার্থে কোভিড-১৯ রোগ থেকে সবাইকে সুরক্ষায় ও সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে প্রতিদিন উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সরাসরি মাঠে অবস্থান করবে। যারা বিধি লংঘন করবে তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্রঃ কুলাউড়াসময়

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *