করোনা আক্রান্ত শহীদ আফ্রিদি

নিতান্ত সাধারন মানুষ থেকে রাষ্ট্রপ্রধান, আক্রান্ত হচ্ছেন সব পেশার মানুষ। খেলোয়াড়েরা এর বাইরে নন! এরই মধ্যে আর্জেন্টিনার পাওলো দিবালার মতো অনেক ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছেন, আবার সুস্থও হয়েছেন।

এবার জানা গেল, করোনা আক্রান্তের খাতায় নাম লেখালেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারের মাধ্যমে আক্রান্ত হওয়ার খবর নিজেই নিশ্চিত করেছেন।

বিশ্বজুড়ে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার একবারে শুরু থেকেই এর বিরুদ্ধে লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করে আসছিলেন শহীদ খান আফ্রিদি। তার নিজের ফাউন্ডেশন থেকে বিভিন্নভাবে দেশের মানুষকে সাহায্য করে যাচ্ছেন।

তাছাড়া বাংলাদেশ দলের উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম যখন বাংলাদেশের করোনায় আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করার জন্য নিজের ব্যাট নিলামে তুলেছিলেন, সেটাও প্রায় ১৭ লাখ টাকায় কিনে নিয়েছিল আফ্রিদির ফাউন্ডেশন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *