করোনায় সিলেটে একদিনে আরও ১৭ জনের প্রাণহাণী

বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ

অতীতের সকল রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ ১৭ জনের প্রাণহানি হয়েছে। এর আগে সিলেটে সর্বোচ্চ মৃত্যু ছিলো ১৪ জন।নতুন মৃত্যুবরণ করাদের মধ্যে সিলেট জেলার ৯ জন, সুনামগঞ্জের ১ জন, মৌলভীবাজারের ২ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে সিলেট বিভাগের চার জেলায় মিলে করোনায় মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৫ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বাধিক ৫১৬ জন, সুনামগঞ্জে ৪৮ জন, হবিগঞ্জে ৩০ জন মৌলভীবাজারে ৫৫ জন এবং সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোট ৬ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ জুলাই) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন।

এদিকে শেষ ২৪ ঘণ্টায় সিলেটে করোনা শনাক্তেরও রেকর্ড হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ৮ টা থেকে বুধবার (২৮ জুলাই) সকাল ৮ টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৭৩৬ জনের। যা গতকাল ছিলো সর্বোচ্চ ৭০৮ জন। এ সময়ে নমুনা পরীক্ষা করা হয়েছিলো ১৮৭০ টি। সে হিসেবে শনাক্তের হার ৩৯ দশমিক ৩৬ শতাংশ।

নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ২৮৮ জন, সুনামগঞ্জের ১১৬ জন, হবিগঞ্জের ৫৪ জন, মৌলভীবাজারের ২২৫ জন এবং সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

নতুন শনাক্তদের নিয়ে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ৬ শত ৫৪ জন। যার সবচেয়ে বেশি সিলেট জেলায় ২০ হাজার ৮ শত জন, সুনামগঞ্জে ৪ হাজার ৩ শত ২২ জন, হবিগঞ্জের ৪ হাজার ৩ শত ৪৭ জন, মৌলভীবাজারের ৫ হাজার ১ শত ৭ জন এবং সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোট ৩ হাজার ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

অপরদিকে শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৩৫৪ জন। আর চার জেলায় মিলে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৭ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *