আজ থেকে শুরু হচ্ছে সিলেট-চট্টগ্রাম রুটে বিমান চলাচল

বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ

চায়ের সাম্রাজ্য এবং ভারত থেকে নেমে আসা জলপ্রপাতের শীতল জলে গা ভিজিয়ে সুখকর অনুভূতি পেতে সিলেটে আসেন পর্যটকরা। তেমনি সাগরের জলরাশি ও পাহাড়ের বিশালতা দর্শনে চট্টগ্রাম ভ্রমণ করেন অনেকে। পর্যটনের জন্য সারাদেশের মানুষের কাছেই এই দুই অঞ্চল খ্যাত। দুই অঞ্চলের মানুষই একে অন্যের অঞ্চলের সৌন্দর্য দর্শন করতে ভ্রমণ করেন। কিন্তু সিলেট ও চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ায় মুখ ফিরিয়ে নেন অনেক পর্যটক। দীর্ঘ যাত্রার ঝক্কিতে অনীহা থাকায় ব্যবসায়ীরাও বিনিয়োগে বিমুখ। বিমানের কোনো ফ্লাইট না থাকাটাও সিলেটবাসীর দীর্ঘদিনের আক্ষেপ।

তবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবার সে আক্ষেপ ঘুচতে যাচ্ছে। আগামীকাল ১৭ মার্চ বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিনে প্রথমবারের মতো সিলেট চট্টগ্রাম রুটে চালু হচ্ছে বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের ফ্লাইট।

সিলেট থেকে চট্টগ্রাম রুটে বিমান চালুর দাবি দীর্ঘদিনের। পর্যটন ও বাণিজ্য খাতের প্রসার এবং শিল্পায়নের সুযোগ সৃষ্টির লক্ষেই সিলেটবাসীর এই দাবি। অবশেষে আগামীকাল বুধবার সেই দাবি আলোর মুখ দেখছে। বাস্তবে রূপ নিচ্ছে সিলেট-চট্টগ্রাম রুটে বিমান চালুর দাবিটি।

বুধবার বেলা ১টা ২৫ মিনিটে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে ছেড়ে যাবে প্রথম ফ্লাইট। বাংলাদেশ বিমানের বিজি ১৭৪ ফ্লাইটটি বেলা ২টা ৩৫ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছাবে। ৭৪ আসনের এই বিমানটির উদ্বোধন ফ্লাইট উপলক্ষে ইতোমধ্যে ২০ জন টিকেট কেটে নিয়েছেন। আজ আরও টিকেট বিক্রি হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। উদ্বোধনী দিনের যাত্রীরা পাচ্ছেন বিশেষ ছাড়। বাংলাদেশ বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক ফারুক আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উদ্বোধন উপলক্ষে যাত্রীদের ১৭ শতাংশ ছাড় দিয়েছে বাংলাদেশ বিমান। এছাড়া এই বিমানটি চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে প্রথমে সিলেটে আসবে। পরে সিলেট থেকে যাত্রী নিয়ে যাবে চট্টগ্রামে। চট্টগ্রাম থেকেও ইতোমধ্যে গতকাল পর্যন্ত ৫৯ জন যাত্রী টিকেট কেটে রেখেছেন। এ সংখ্যাও আজ বেড়ে গিয়ে আসন পূর্ণ হয়ে যাবে বলে বলে আশা করছেন বিমানের এই কর্মকর্তা।

প্রতি রবি ও বৃহস্পতিবার সিলেট থেকে চট্টগ্রাম এবং প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে সিলেট চট্টগ্রামে সরাসরি ফ্লাইট চলাচল করবে। এরমধ্যে রবিবার ও মঙ্গলবারের ফ্লাইটটি ওয়ানওয়ে। এই দুদিন ফ্লাইট শুধুমাত্র সিলেট ও চট্টগ্রাম থেকে ছেড়ে যাবে। ফিরতি ফ্লাইট ধরবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *