অবশেষে শার্লি হেবদোর বিরুদ্ধে মামলা করলেন এরদোয়ান

বিয়ানীবাজারের ডাক ডেস্কঃ

ফ্রান্সের সাপ্তাহিক ম্যাগাজিন শার্লি হেবদোর বিরুদ্ধে মামলা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। নিজের আপত্তিকর ব্যঙ্গচিত্র প্রকাশ করায় ম্যাগাজিনটির বিরুদ্ধে বুধবার তিনি ফৌজদারি মামলা দায়ের করেন।

তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাকের প্রতিবেদনে বলা হয়েছে, আঙ্কারার প্রসিকিউটরের কাছে এ অভিযোগটি জমা দেয়া হয়েছে।

এরদোগানের আইনজীবী হুসেই আদিন জানিয়েছেন, এরদোয়ান তার বিরুদ্ধে ঘৃণ্য কার্টুনের অভিযোগ এনে ম্যাগাজিনটির বিরুদ্ধে মামলা করেছেন। এতে আসামি করা হয়েছে ম্যাগাজিন কর্তৃপক্ষ ও কার্টুনিস্টকে।

এর আগে আঙ্কারার প্রসিকিউটরও শার্লি হেবদোর বিরুদ্ধে দেশের প্রেসিডেন্টকে অপমানের জন্য মামলা করা করেন।

শার্লি হেবদো ম্যাগাজিনের কাভারে এরদোয়ানের যে কার্টুন ছেপেছে সেখানে, হিজাবপরা একজন নারীর সঙ্গে এরদোয়ানকে অশালীন অবস্থায় দেখানো হয়েছে।

এর আগে মহানবী হজরত মোহাম্মদকে (সা.)কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করে শার্লি হেবদো। এর কড়া সমালোচনা করেন এরদোয়ান। বিষয়টি নিয়ে ফ্রান্স ও তুরস্কের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *