অনুমোদিত গোলাপগঞ্জ উপজেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি

বিয়ানীবাজারের ডাকঃ

গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন লাভ করেছে। শনিবার (৫ জুন) দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ কমিটি অনুমোদন দেয়া হয়।

কমিটিতে যারা স্থান পেলেন তারা হলেন- সভাপতি- এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সহসভাপতি লুৎফুর রহমান, মুবিন আহমদ জায়গীরদার, রফিক আহমদ মাখন (ভাদেশ্বর), মস্তাক আহমদ চেয়ারম্যান, রুকন উদ্দিন, জিল্লুর রহমান, আবুল ফজল চৌধুরী সাহেদ, মাহমুদ চৌধুরী ও জমির উদ্দিন।

সাধারণ সম্পাদক- রফিক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান রিংকু, দেলওয়ার হোসেন চুনু, আলী আকবর ফখর, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নিমার আলী বাপ্পা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন (ভাদেশ্বর), তথ্য ও গবেষণা সম্পাদক ফরহাদ আহমদ (ঢাকাদক্ষিণ), ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শাহাব উদ্দিন (ঢাকাদক্ষিণ), দপ্তর সম্পাদক নাজিমুল হক লস্কর (আমুড়া), ধর্ম বিষয়ক সম্পাদক আবুল লেইস, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু আহাদ বাবলু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম এ মুমিত হীরা চেয়ারম্যান, মহিলা বিষয়ক সম্পাদক আঙ্গুরা বেগম (ঢাকাদক্ষিণ), মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক তোতা মিয়া (কমান্ডার), যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইমাম উদ্দিন (বুধবারী বাজার), শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক কাজল কান্তি দাস, শ্রম বিষয়ক সম্পাদক আবদুল মান্নান কয়েস (চৌঘরি), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান আজু এবং স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রুমেল সিরাজ।

সাংগঠনিক সম্পাদক খুরশেদ আলম চৌধুরী রিপন (ভাদেশ্বর), খায়রুল হক (ঢাকাদক্ষিণ) ও সৈয়দ হাছিন আহমদ মিন্টু। সহ দপ্তর সম্পাদক হোসেন আহমদ (ঢাকাদক্ষিণ), সহ প্রচার সম্পাদক আবদুল হানিফ খান, কোষাধ্যক্ষ শরফ উদ্দিন (বাঘা)।

সদস্যরা হলেন- আতাউর রহমান (বাদেপাশা), ময়নুল হক (ভাদেশ্বর), কামাল পারভেজ (ঢাকাদক্ষিণ), জহির উদ্দিন (ভাদেশ্বর), খন্দকার আশুক আহমদ, মখলিছুর রহমান (ফুলবাড়ি), বেলাল আহমদ (গোলাপগঞ্জ), আশরাফুজ্জামান আশু (লক্ষ্মনাবন্দ), অজিউর রহমান ছানা (গোলাপগঞ্জ), ফয়ছল আহমদ চৌধুরী (ঢাকাদক্ষিণ), হেলাল আহমদ (ফাজিলপুর), আবুল লেইছ (আমুড়া), আবু সুফিয়ান মো. আজম (আমুড়া), আবদুল হামিদ (আমুড়া), আবদুল হান্নান (ঢাকাদক্ষিণ), আবদুল হান্নান (ভাদেশ্বর), মাহতাব উদ্দিন জেবুল (লক্ষ্মীপাশা), মহসিন মজনু (ভাদেশ্বর), জাফরান জামিল (বাঘা), এনামুল হক রুহেল (ঢাকাদক্ষিণ), আর্জুমন্দ আলী (বাঘা), জয়নাল আবেদীন (ভাদেশ্বর হাওরতলা), রুমেল সিরাজ (ভাদেশ্বর), আবদুস সামাদ (ঢাকাদক্ষিণ),নিজাম উদ্দিন (বুধবারী বাজার), বিধান চন্দ্র দে (বাঘা), নুরুল ইসলাম (বাঘা), সৈয়দ এহতেশামুল হক (ভাদেশ্বর), মুতিয়ুর রহমান মুতিব (ভাদেশ্বর), শেখ ছাইদুল দুলাল (ফুলবাড়ি), কামাল উদ্দিন (আমুড়া), অরুন কুমার দে (ফুলবাড়ি), ইসমাইল হোসেন সিরাজী (শরীফগঞ্জ), আজমল হোসেন ফুলবাড়ি ও ফরিদ উদ্দিন ইরান (পৌরসভা)।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *